জোহানেসবার্গ:  বিমানের শৌচাগার থেকে ভ্রুণ উদ্ধার করলেন এক সাফাইকর্মী। এই ঘটনার জেরে বিমানে হুলুস্থুলু বেঁধে যায়। নামিয়ে আনা হয় যাত্রীদের। বিমানের যাত্রার সময় নতুন করে নির্ধারণ করতে হয়। আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকায় এই ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ বিমান পরিবহন সংস্থা ফ্লাইসাফারি এ খবর জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত  শুরু করেছে।


ডারবান থেকে খুব সকালেই বিমানটি ছাড়ার কথা ছিল। যাত্রীরা বিমানে উঠে বসেছিলেন।উড়ানের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সাফাইকর্মীরা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার অঙ্গ হিসেবে শৌচাগারে সাফাইয়ের কাজ করছিলেন। তাঁরা  টয়লেট আটকে থাকা একটি সন্দেহজনক বস্তু দেখেন। বিমান পরিবহন সংস্থার টেকনিক্যাল কর্মীরা বুঝতে পারেন তা পরিত্যক্ত ভ্রুণের মতো  কিছু একটি জিনিস ।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

যাত্রীদের বিমান থেকে নেমে যেতে বলা হয় এবং যাত্রায় সময় নতুন করে নির্ধারণ করতে হয়।

ফ্লাইসাফারির পদস্থ কর্তা কিরবি গর্ডন জানিয়েছেন, ঘটনার তদন্তে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সমস্ত ধরনের সহায়তা তাঁরা করবেন।