দুবাই: সংযুক্ত আরব আমিরশাহীতে ছেলে ও পুত্রবধূর অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারালেন এক ভারতীয় মহিলা। তাঁকে খেতে না দেওয়া, নিয়মিত মারধরের অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে দুবাইয়ের আদালতে। অভিযুক্ত দম্পতিকে আটক করেছে পুলিশ। ৩ জুলাই পর্যন্ত মামলার শুনানি স্থগিত রেখেছে আদালত। ততদিন হেফাজতেই থাকছেন ওই দম্পতি। তাঁরা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।


সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত মৃত বৃদ্ধার উপর অত্যাচারের প্রমাণ মিলেছে। মারধরের ফলে তাঁর হাড় ভেঙে গিয়েছিল, পাঁজরেও চোট ছিল। এছাড়া ডান চোখের উপরের অংশ কেটে গিয়ে রক্তপাত হয়। বাঁ চোখেও আঘাত পান ওই বৃদ্ধা। তাঁকে খেতেও দেওয়া হত না। এর ফলেই তাঁর মৃত্যু হয়।

এক ফরেন্সিক চিকিৎসক জানিয়েছেন, ‘মৃত্যুর সময় ওই বৃদ্ধার ওজন ছিল মাত্র ২৯ কেজি। অল্প কিছুদিনের মধ্যে তাঁর উপর প্রচণ্ড অত্যাচার চালানো হয়। তাঁর শরীরের ১০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর হাড় ও পাঁজর ভেঙে গিয়েছিল। শরীরের অভ্যন্তরে রক্তপাত, বিভিন্ন জিনিস দিয়ে মারধর, আগুনে পুড়ে যাওয়া, অবহেলা এবং অনাহারের ফলেই তাঁর শরীর খারাপ হয়ে যায়। ২০১৮ সালের ৩১ অক্টোবর তাঁর মৃত্যু হয়।’

মৃত বৃদ্ধার এক প্রতিবেশী জানিয়েছেন, ‘আমি একটি হাসপাতালে চাকরি করি। একদিন দেখতে পাই, ওই বৃদ্ধা গুরুতর অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। তাঁর চিকিৎসার দরকার ছিল। তাই আমিই অ্যাম্বুল্যান্স ডাকি। ওই বৃদ্ধাকে যখন অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছিল, তখনও তাঁর ছেলে এগিয়ে আসেননি।’