ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হতে চলেছেন হিলারি ক্লিনটন। নিউ জার্সি ও নিউ মেক্সিকো প্রাইমারিসে চূড়ান্ত জয়ের পর হিলারির প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হতে চলেছেন তিনি। এরই সঙ্গে ইতিহাস গড়তে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হচ্ছেন কোনও প্রধান দলের প্রথম মহিলা প্রেসিডেন্ট পদপ্রার্থী।

 

নিউ জার্সি ও নিউ মেক্সিকো প্রাইমারিসে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ২৩৮৩ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন তিনি। হিলারি তাঁর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমরা একটা নজির গড়লাম।

 

প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য ডেমোক্র্যাট দলের প্রয়োজনীয় সংখ্যক  প্রতিনিধি ভোট পাওয়ার জন্য হিলারিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। উল্লেখ্য, ওবামাও ডেমোক্র্যাট দলের। যদিও ওবামা তাঁর প্রাক্তন বিদেশ সচিবকে চূড়ান্ত অনুমোদন এখনও দেননি।

হোয়্যাইট হাউসের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বিবৃতিতে জানিয়েছেন, হিলারির ঐতিহাসিক প্রচার বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।

 

ডেমোক্র্যাটিক দলের সমর্থকদের অনুপ্রাণিত করার জন্য হিলারি ও অপর এক পদপ্রার্থী বার্নি সান্ডার্সকেও ধন্যবাদ জানিয়েছেন ওবামা।

 

উল্লেখ্য, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের।    নির্বাচিত হলে তিনিই হবেন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট।