ওয়াশিংটন:  বিশ্ব অর্থনীতির উন্নয়নের গতিকে ত্বরাণ্বিত করতে এইমুহূর্তে চালকের আসনে নতুন রাষ্ট্রের প্রয়োজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, ভারতীয় অর্থনীতির যে বহুবিধ সুবিধা আছে, তাই কার্যত ভারতকে বিশ্বের উন্নয়নের উড়ানের মূল চালকের আসনে বসাতে পারে। আমেরিকার ভারতীয় বিজনেস কাউন্সিলের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় সিইওদের এমন বার্তাই দিয়েছেন মোদী।

এই সমাবেশে মোদী দাবি করেন, বর্তমানে বিশ্বের উন্নয়নের ধ্বজা ধরার ক্ষমতা রয়েছে ভারতের। সেপ্রসঙ্গে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে যে পুর্নগঠন ও উদারীকরণ হয়েছে, সেকথাও উল্লেখ করতে ভোলেননি মোদী।

মার্কিন শিল্প মহলকে তিনি ভারতে বিনিয়োগের জন্যে আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি একটি বাজার অর্থনীতির চেয়েও অনেক বেশী বৃহত্ ভারতীয় অর্থনীতি এবং অবশ্যই বিশ্বস্ত বিজনেস পার্টনার।
মোদী মনে করেন, মার্কিন অর্থনীতি থেকে শিক্ষা নিয়ে ভারতের এই অগ্রগতি আরও ত্বরাণ্বিত করা উচিত্। আমেরিকার ওষুধ থেকে অস্ত্র তৈরি সব কিছু থেকেই শিক্ষা নেওয়ার প্রয়োজন ভারতের। তিনি মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু অসাধারণ অতীত নেই, উজ্জ্বল ভবিষ্যতও আছে। তিনি মনে করেন ভারত-মার্কিনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হলে, দুটি রাষ্ট্রেরই সুবিধা।

তবে এইমুহূর্তে ভারতের অর্থনৈতিক পরিকাঠামোয় বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা আছে, সেই সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের ভাবনা রয়েছে তাঁদের।