ওয়াশিংটন: পাকিস্তানে জেহাদি-অভ্যুত্থানের আশঙ্কা বাড়ছে। প্রয়োজনে জঙ্গিরা পরমাণু বিস্ফোরণও ঘটাতে পারে। আশঙ্কার বাণী শোনা গেল হিলারি ক্লিন্টনের গলায়। এমনই দাবি করল মার্কিন সংবাদমাধ্যম।
পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ যদি জঙ্গিদের হাতে চলে যায়, তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরমাণু আত্মঘাতী হামলা হতে পারে। এমনই আশঙ্কার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক পদপ্রার্থী।
এদিন হিলারি বলেন, আমাদের আশঙ্কা, ওরা (জঙ্গিরা) অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে উৎখাত করতে চাইছে। এতে তাদের হাতে পরমাণু অস্ত্রসম্ভার চলে আসবে। তখন বিশ্বের সামনে এসে হাজির হবে পরমাণু আত্মঘাতী জঙ্গি। এটা আরও মারাত্মক হবে।
প্রাক্তন মার্কিন বিদেশ সচিবের দাবি, ভারতের সঙ্গে ক্রমাগত শত্রুতার জেরে পাকিস্তান পুরোদমে ট্যাক্টিক্যাল নিউক্লিয়ার উইপন বা রণভূমিতে ব্যবহৃত পারমাণবিক বোমা তৈরি করছে। এক মার্কিন দৈনিক সংবাদপত্রের দাবি, সম্প্রতি ভার্জিনিয়াতে একটি অনুষ্ঠানে এই আশঙ্কার কথা বলেছেন ক্লিন্টন।
ক্লিন্টনের এই আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে। কারণ, বুধবার রাতে পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরই পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ ভারতের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করার হুমকি দেন।
পাকিস্তানের এই হুমকিকে হাল্কাভাবে নিতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। বিদেশ দফতরের এক আধিকারিক জানান, যারা পরমাণু শক্তিসম্পন্ন, তাদের আরও দায়িত্বজ্ঞানবোধ থাকা উচিত। মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার বলেন, ভারত দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছে। চিন পেশাদারের মতো রয়েছে। কিন্তু, (ভারতের সঙ্গে) চাপানউতোরের ইতিহাসের মধ্যে ফেঁসে রয়েছে পাকিস্তান।
পাকিস্তান থেকে আত্মঘাতী পরমাণু হামলার আশঙ্কা হিলারির
Web Desk, ABP Ananda
Updated at:
30 Sep 2016 09:51 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -