দ্য হেগ: বৃহস্পতিবার নেদারল্যান্ডস-এর দ্য হেগ শহরে প্রবাসী বাঙালিদের সঙ্গে মিলিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলাপচারিতায় উঠে আসে বাংলার কথা, বাংলার শিকড়ের কথা।
প্রবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের থেকে অনেক বদলে গিয়েছে বাংলা। বলেন, আগে বনধের জন্য নষ্ট হত প্রচুর শ্রমদিবস। বনধ-অবরোধ, লোডশেডিং হয়না, কাজের পরিবেশ। এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েছে বাংলা। নবান্ন এখন ঘুরে বেড়াচ্ছে।
মুখ্যমন্ত্রীর দাবি, সরকারের বহু আর্থ-সামাজিক প্রকল্পই বদলে দিয়েছে বাংলার ছবি। বলেন, বাংলার নিজস্ব বাবমূর্তি তৈরি হয়েছে। বাংলা সম্পর্কে ধারণা বদলে গিয়েছে। বহু সামাজিক প্রকল্প সরকার শুরু করেছে। মানুষের সেবায় কাজে লাগছে।
অনুষ্ঠানে ছিলেন নেদারল্যান্ডস-এ নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত ভাস্বতী মুখোপাধ্যায়। আলাপচারিতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব ও অর্থমন্ত্রী। প্রবাসীদের কথা শুনে নস্টালজিক তাঁরাও।
প্রবাসের বুকে এভাবেই উঠে এল এক টুকরো বাংলা। মুখ্যমন্ত্রীর আশা, আগামী দিনে বাংলা আবার বিশ্বের দরবারে শ্রেষ্ট আসন নেবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘ঘুরে দাঁড়াতে চাই সহযোগিতা’, প্রবাসী বাঙালিদের আহ্বান মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2017 09:54 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -