নয়াদিল্লি: স্বাস্থ্য সচেতনার নতুন উদাহরণ হল আরশোলার দুগ্ধ পান! হ্যাঁ, ঠিকই শুনেছেন আরশোলার দুধ। তবে, এ যেনতেন আরশোলা নয়। এক বিশেষ প্রজাতির আরশোলা। পোশাকী নাম প্যাসিফিক বিটল ককরোচ।

একটি গবেষণায় দাবি, এই বিশেষ আরশোলার নাড়িভুঁড়িতে এমন একটি প্রোটিন ক্রিস্টাল (স্ফটিক) রয়েছে, যার খাদ্যগুণ চার গেলাস গরু বা মোষের দুধের সমান! গবেষকদের আরও দাবি, এই আরশোলার দুধে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা ও শরীর সতেজ রাখতে প্রয়োজনীয় লিপিড ও কোষের বিকাশ ঘটাতে সাহায্য করে।

আরও পড়ুন--

মোষের দুধের চারগুণ বেশি প্রোটিন আরশোলার দুধে!

আর এই খবর এখন ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে। ইন্টারনেট জুড়ে এই খবরকে কেন্দ্র করে বিভিন্ন মিম (কৌতুক) বের হয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব কৌতুক—