নয়াদিল্লি: স্বাস্থ্য সচেতনার নতুন উদাহরণ হল আরশোলার দুগ্ধ পান! হ্যাঁ, ঠিকই শুনেছেন আরশোলার দুধ। তবে, এ যেনতেন আরশোলা নয়। এক বিশেষ প্রজাতির আরশোলা। পোশাকী নাম প্যাসিফিক বিটল ককরোচ।
একটি গবেষণায় দাবি, এই বিশেষ আরশোলার নাড়িভুঁড়িতে এমন একটি প্রোটিন ক্রিস্টাল (স্ফটিক) রয়েছে, যার খাদ্যগুণ চার গেলাস গরু বা মোষের দুধের সমান! গবেষকদের আরও দাবি, এই আরশোলার দুধে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা ও শরীর সতেজ রাখতে প্রয়োজনীয় লিপিড ও কোষের বিকাশ ঘটাতে সাহায্য করে।
আরও পড়ুন--
মোষের দুধের চারগুণ বেশি প্রোটিন আরশোলার দুধে!
আর এই খবর এখন ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে। ইন্টারনেট জুড়ে এই খবরকে কেন্দ্র করে বিভিন্ন মিম (কৌতুক) বের হয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব কৌতুক—
গরুর দুধের চারগুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! ইন্টারনেট জুড়ে ভাইরাল মিম
Web Desk, ABP Ananda
Updated at:
24 May 2018 03:21 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -