কলম্বিয়া: বন্যা ও কাদা ধসে কলম্বিয়ায় মৃত্যু ২০৬ জনের। নিখোঁজ একশোরও বেশি মানুষ। গত কয়েকদিন ধরে প্রশান্ত মহাসাগর সংলগ্ন দক্ষিণ কলম্বিয়ার মকোয়া এলাকায় প্রবল বৃষ্টির জেরে বন্যা শুরু হয়। পাশাপাশি, প্রবল কাদা ধসে বহু বাড়ি সমুদ্র গর্ভে চলে গিয়েছে। কলম্বিয়া প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। কলম্বিয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে পেরু ও ইকুয়েডরের বহু মানুষও।