মস্কো: রাতারাতি বদলে গেল নদীর জলের রং। কালচে লাল জলের ধারা বইছে নদীতে। আতঙ্কিত স্থানীয়রা। এমনই আশ্চর্য ঘটনা রাশিয়ায়। ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার একটি নদীতে এই বিস্ময়করভাবে রং বদলে গিয়েছে। আর এই রং বদলের জন্য কোনও রহস্যজনক দূষণকারী কিছু দায়ী বলে মনে করা হচ্ছে। জানা গেছে, ওই নদীর নাম ইস্কিতিমকা। নদীর রঙ আচমকা বদলে যাওয়ায় হতবাক শিল্পশহর কেমেরোভো-র বাসিন্দারা। তাঁরা লক্ষ্য করেছেন যে, হাঁসেরাও নদীতে নামছে না।
ইস্কিতিমকা নদীর জলের রঙ অস্বাভাবিক হয়ে যাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা অ্যান্দ্রে জার্মান বলেছেন, কোনও হাঁস জলে নামছে না। ওরা পাড়েই বসে রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির মন্তব্য, দেখে মনে হচ্ছে জল বিষাক্ত হয়ে পড়েছে।



স্থানীয় রিপোর্ট অনুসারে, কেমেরোভো অঞ্চলের সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে, লাল রঙের জল এসেছে একটা বন্ধ নর্দমা থেকে। বিষয়টি খতিয়ে দেখছে তাদের দল।
যদিও কোন রাসায়নিকের কারণে জলের রং বদলে গিয়েছে তা এখনও জানা যায়নি। শহরের ডেপুটি মেয়র বলেছেন, শহরের নিকাশি নর্দমা ওই দূষিত জলের সম্ভাব্য উৎস হতে পারে।


মানুষের শরীরে ওই রাসায়নিক ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে কিনা, তাও স্পষ্ট নয়।

রাশিয়াতে নদীর জল লাল হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে পশ্চিম রাশিয়ার নারো-ফোমিনস্ক রাসায়ণিক মিশে লাল হয়ে গিয়েছিল। জিভোজনিয়া নদীর জলের রংও চলতি বছরের গোড়ায় বদলে গিয়েছিল।