পাক দূতের ‘ওবামা এখন অতিথি মাত্র’ মন্তব্য হাস্যকর, বলল আমেরিকা
ABP Ananda, web desk | 14 Oct 2016 08:13 AM (IST)
ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এখন হোয়াইট হাউসের অতিথি মাত্র বলে মন্তব্য করেছিলেন এক পাকিস্তানি দূত। পাক দূতের এই মন্তব্য হাস্যকর বলে জানাল আমেরিকা। উল্লেখ্য, আমেরিকা সফরে এসে কাশ্মীর বিষয়ক পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ দূত মুর্শিদ হুসেন সৈয়দ ওবামাকে হোয়াইট হাউসের অতিথি বলেছিলেন। এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে মার্কিন বিদেশ দফতরের উপ মুখপাত্র মার্ক টোনার বলেন, এই মন্তব্য খুবই হাস্যকর। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলে কাশ্মীর সংক্রান্ত প্যানেল ডিসকাসনে মার্কিন প্রশাসনের কাছে তাঁর আকাঙ্খা সম্পর্কে বলতে গিয়ে সৈয়দ বলেন, ওবামা তো আর কয়েক মাসের অতিথি মাত্র। সৈয়দ বলেন, ওবামা তো ২০১৭-র ২০ জানুয়ারি পর্যন্ত হোয়াইট হাউসে থাকবেন। এরপর তো ক্ষমতায় আসবে নতুন প্রশাসন। উল্লেখ্য, আমেরিকায় গিয়ে কাশ্মীর সংক্রান্ত দৌত্যে আদৌ সাড়া পাননি পাকিস্তানি প্রতিনিধিরা। এই ঘটনায় তাঁরা অসন্তোষ গোপনও রাখতে পারেননি। সৈয়দ তো বলেও ফেলেছিলেন যে, ভারত ও কাশ্মীর সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গির বদল না ঘটলে পাকিস্তান চিন ও রাশিয়ার দ্বারস্থ হতে পারে।