নয়াদিল্লি: ভারতে ঢুকে জম্মু ও কাশ্মীরের আখনুরে সেনা শিবিরে হামলা চালিয়ে চার জঙ্গি ৩০ ভারতীয় জওয়ানকে হত্যা করে ফিরে এসেছে। এমনই দাবি করলেন মুম্বই হামলার মূল পাণ্ডা তথা জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান । একটি টেপে হাফিজের ওই বাগাড়ম্বর শোনা গিয়েছে। হাফিজের এই দাবিকে আদৌ পাত্তা দেয়নি সেনা। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবারে আখনুরে জঙ্গি হামলায় ৩০ জনের মৃত্যুর দাবি একেবারেই ভুয়ো।
পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে একটি সমাবেশে জ্বালাময়ী ভাষণ দিতে গিয়ে হাফিজ এই অতিশয়োক্তি করেছেন বলে মনে করা হচ্ছে। আখনুরে হামলা যে তারাই চালিয়েছিল সে কথা স্বীকার করেছেন হাফিজ। তবে আখনুরে সেনা শিবিরে হামলার মিথ্যে দাবি তিনি করেছেন। আখনুরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ২ কিমি ভেতরে জেনারেল রিজার্ভ ফোর্স (জিআরইএফ) শিবিরে হামলা চালিয়ে তিন শ্রমিককে হত্যা করেছিল জঙ্গিরা। হামলার সময় শিবিরে ১০ কর্মী ও ১০ জিআরইএফ শ্রমিক ছিল। এই ঘটনাকেই ভারতীয় সেনা শিবিরে হামলা বলে নিজের পিঠ চাপড়েছেন হাফিজ।
অডিও টেপে হাফিজকে বলতে শোনা গিয়েছে, ‘গতকালের আগের দিন, চার যুবক..জম্মুর আখনুর শিবিরে ঢুকে পড়ে...আমি এখনকার কথা বলছি...অতীতের ঘটনা নয়..মাত্র দুদিন আগে এই ঘটনা ঘটেছে..’।
হাফিজ দাবি করেছে, ‘চার যুবক সেনা শিবিরে ঢুকে ভারতীয় জওয়ানদের হত্যা করে ফিরে এসেছে..তাদের গায়ে আঁচড়টুকুও পড়েনি। এটা সার্জিক্যাল স্ট্রাইক’।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তোপ দেগে হাফিজের দাবি, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিথ্যে। বিশ্বকে বোকা বানাতে ভারত এ কথা বলছে।


হাফিজ বলেছেন, ‘ভারতের এই দাবি সুযোগ এনে দিয়েছে এবং আমরা মুজাহিদিনরা তোমাদের বলব-সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে..দুদিন আগে যে হামলা চালানো হয়েছে, সেকথা আমি বলছি..যে জায়গায় হামলা চালানো হয়েছে সেখানে কেউ ঢুকতে সাহস করে না। চার মুজাহিদিন শিবিরে হানা দিয়ে ১০ টি রুমে ঢুকে ৩০ সেনাকে খুন করে। তারা শিবিরটি ধ্বংস করে দেয় এবং নিরাপদেই ফিরে এসেছে’।
উল্লেখ্য, হাফিজ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত সন্ত্রাসবাদী। কিন্তু এরপরও সে পাকিস্তানে অবাধেই ঘোরাফেরা  এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজ করেন।