নিউইয়র্ক:পশুপক্ষীর মধ্যে করোনা সংক্রমণের সম্ভাবনা নিতান্তই কম, এমনটাই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যানও তেমনটাই বলছে। সম্প্রতি নিউ ইয়র্কের ব্রনক্স চিড়িয়াখানায় চার বছরের বাঘের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। শুধু তাই নয়, ওই চিড়িয়াখানার অন্য কয়েকটি বাঘ সিংহও অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, সেখানকার এক কর্মীর থেকেই সংক্রমণ হয়েছে।
জানা গেছে, গত ২৭ মার্চ প্রথম একটি পশুর শরীরে রোগের লক্ষণ দেখা দেয়। তবে তারা এখন সুস্থতার পথে। ১৬ মার্চ থেকে করোনা পরিস্থিতির জেরে বন্ধ রাখা হয়েছে চিড়িয়াখানা। তাহলে কি এবার পশুদের শরীরেও সংক্রমণ? মার্কিন যুক্তরাষ্ট্রে আর কোনও পশুর শরীরে এই ভাইরাসের হদিশ মেলেনি বলেই জানিয়েছে সংশ্লিষ্ট ভেটারনারি ল্যাব। কোনও পশুর থেকে মানুষের শরীরে বা মানুষ থেকে পশুতে করোনা সংক্রমণের প্রমাণ এখনও পাওয়া যায়নি বলেই গবেষণাগারের দাবি। তবে একমাত্র চার বছরের নাদিয়া বলে বাঘটির শরীরেই মিলেছে এই ভাইরাসের অস্তিস্ত্ব।
এর আগে হংকং-এ একটি কুকুরের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলে। যদিও হংকংয়ের গবেষণাগারেরও বক্তব্য, কোনও পশুর থেকে মানুষে এই রোগ ছড়ায় না। হয়ত পশুটির প্রভুই করোনা আক্রান্ত ছিল, তাই এই সংক্রমণ।
নিউইয়র্কে বাঘের শরীরে করোনার লক্ষণ, কী বলছেন গবেষকরা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2020 03:09 PM (IST)
জানা গেছে, গত ২৭ মার্চ প্রথম একটি পশুর শরীরে রোগের লক্ষণ দেখা দেয়। তবে তারা এখন সুস্থতার পথে। ১৬ মার্চ থেকে করোনা পরিস্থিতির জেরে বন্ধ রাখা হয়েছে চিড়িয়াখানা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -