বিচারপতি বলেন, অভিযুক্তের যা মনোভাব, তাতে আদালতের সামনে আর কোনও রাস্তা খোলা নেই। সে কারণে বিশেষ আদালত কর্তৃপক্ষকে মুশারফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি বাজেয়াপ্ত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এই নির্দেশ পালিত হয়েছে কিনা, সে ব্যাপারে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
মুশারফের বিদেশ যাত্রার ওপর থেকে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এ মাসেই চিকিত্সা করাতে তিনি দুবাই গিয়েছেন বলে শোনা যাচ্ছে। এহেন জল্পনাও রয়েছে যে, তাঁর বিরুদ্ধে একগুচ্ছ হাই প্রোফাইল মামলা ঝুলছে, তাই তিনি দেশে আর নাও ফিরতে পারেন।
জিও টিভি-র খবর, মুশারফের সম্পত্তির ব্যাপারে আদালতে রিপোর্ট দিয়েছে অভ্যন্তরীণ মন্ত্রকও।
মুশারফের আইনজীবী বলেন, তাঁর মক্কেল অসুস্থ। বিদেশে চিকিত্সা করাতে গিয়েছেন। তিনি স্কাইপির মাধ্যমে মক্কেলের বক্তব্য পেশ করার সুযোগ চেয়েছিলেন। যদিও তা আদালত নাকচ করে দেয়।