লন্ডন: সমালোচনায় তাঁর কোনও আপত্তি নেই, তা স্বাগত জানান তিনি। কিন্তু তার সঙ্গে ভিত্তিহীন অভিযোগের কোনও সম্পর্ক নেই। গণতন্ত্রের পক্ষে তা বিপজ্জনক। লন্ডনের বিখ্যাত সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টারে ভারত কি বাত সবকে সাথ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন এ কথা।
প্রধানমন্ত্রী বলেছেন, ঠিকমত সমালোচনা করতে একজনকে সেই বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, খাটতে হয়, হাতে সঠিক তথ্য মজুত রাখতে হয়। কিন্তু আজকাল আর তা হয় না। বদলে যা পাওয়া যাচ্ছে তা হল ভিত্তিহীন অভিযোগের ঝুড়ি। তাঁর কথায়, তিনি চান, সরকারের সমালোচনা হোক। সমালোচনা গণতন্ত্রকে শক্তিশালী করে, গঠনমূলক সমালোচনা ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না।
তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ, শত সমালোচনার মুখেও তিনি মুখ খোলেন না। আসলে সেই সব সমালোচনাকে তিনি এতটাই গুরুত্ব দেন, যে জোর দিয়ে বোঝার চেষ্টা করেন। বুঝতে চান, সমালোচনার কারণ কী, তাঁর ভুলটা ঠিক কোথায়। আর তারপর চেষ্টা করেন সেই ভুল শুধরোতে। তাঁর কাজ কারও মুখ বন্ধ করা নয়। বরং সমালোচনা সোনার খনির মত মূল্যবান তাঁর কাছে।
উন্নাও ও কাঠুয়া ধর্ষণের প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ষণ ধর্ষণই, তা নিয়ে রাজনীতি করবেন না। তাঁর কথায়, তিনি কখনও এই সরকারের আমলে ধর্ষণের সংখ্যা বা অন্য সরকারের আমলে ধর্ষণের সংখ্যা গোনেননি। ধর্ষণ এখনই হোক বা আগে, তা ধর্ষণ, অত্যন্ত দুঃখজনক। যে কোনও মেয়ের ধর্ষণ দেশের পক্ষে লজ্জা। তা নিয়ে রাজনীতি অনুচিত।
সমালোচনা গণতন্ত্রের পক্ষে ভাল কিন্তু অকারণ অভিযোগ তোলা বিপজ্জনক, লন্ডনে বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
19 Apr 2018 09:44 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -