লন্ডন: কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নির্বাচনের ঠিক আগে লিঙ্গায়ত ও বীরাশাইয়া লিঙ্গায়ত সম্প্রদায়কে সংখ্যালঘুর মর্যাদা দেওয়ার সুপারিশ করেছে কর্ণাটক মন্ত্রিসভা। ফলে লিঙ্গায়তদের ভোট কংগ্রেসের দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিঙ্গায়তদের কাছে টানার চেষ্টা শুরু করলেন। লন্ডন সফরে গিয়ে তিনি দ্বাদশ শতাব্দীর লিঙ্গায়ত সমাজ সংস্কারক বাসবেশ্বরের মূর্তিতে মালা দিলেন। কন্নড় ও ইংরাজিতে ট্যুইট করে বাসবেশ্বরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেছেন মোদী।



কর্ণাটকের মোট জনসংখ্যার প্রায় ১৭ শতাংশ লিঙ্গায়ত ও বীরাশাইয়া লিঙ্গায়ত সম্প্রদায়ের মানুষ। তাঁরা সাধারণত কংগ্রেসকেই ভোট দেন। এবার সংখ্যালঘুর মর্যাদা পাওয়ার পর লিঙ্গায়ত ভোট কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেই কারণেই মোদীর এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।