ভ্যাঙ্কুভার: ২০১০ সালে সিআরপিএফ থেকে অবসর নেওয়া এক সিনিয়র অফিসারকে ঢুকতে দেওয়া হল না কানাডায়।
গত ১৮ মে তেজিন্দর সিংহ ধিলন নামে ওই অফিসার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে নামেন। তাঁকে চমকে দিয়ে বলা হয়, সিআরপিএফ 'ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘন করেছে' এবং তিনি সেই বাহিনীতেই কাজ করেছেন, তাই কানাডার অভিবাসন ও উদ্বাস্তু সুরক্ষা আইনের ধারায় তিনি সেদেশে ঢুকতে পারবেন না।
তেজিন্দর ছিলেন সিআরপিএফের আইজি পুলিশ।
প্রথমে তাঁকে বিমানবন্দরের অভিবাসন অফিসাররা জানান, তিনি যে সরকারে চাকরি করেছেন, তারা সন্ত্রাসবাদে জড়িত, প্রচুর মানবাধিকার লঙ্ঘন করেছে, গণহত্যা ঘটিয়েছে। তাই তিনি কানাডায় ঢুকতে পারবেন না।
তবে ভারত সরকারকে মানবাধিকার ভাঙায় দায়ী করে দেওয়া বিবৃতিটি প্রত্যাহার করে আরেকটি নথি দেয় তারা। সেখানে বলা হয়, সিআরপিএফ চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন করে, যেমন বন্দিদের ওপর অত্যাচার চালায়, নির্বিচারে আটকে রাখে, খুন করে, যৌন নির্যাতন চালায়। অনুমতি না পেয়ে লুধিয়ানা ফিরে আসেন তিনি।
সিআরপিএফে কর্মরত থাকাকালে ঘনঘন কানাডা সফরে গিয়েছেন তেজিন্দর। তাঁর কাছে ভারত সরকারের দেওয়া কানাডার ভিসা আছে, যেটি ২০২৪ পর্যন্ত বৈধ।
গত ৩০ বছরে এই প্রথম এমন অভিজ্ঞতা হল তাঁর। তেজিন্দর বলেছেন, খুবই মর্মাহত। অনেক সঙ্কটের মুখোমুখি হয়েছি। তবে এটা সহ্য করা খুব কঠিন।
ভারত সরকার তেজিন্দরকে সিআরপিএফের বিরুদ্ধে মানবাধিকার দমনের অভিযোগে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি কানাডা সরকারের কাছে তুলবে বলে জানা গিয়েছে।
'ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে' সিআরপিএফ, প্রাক্তন কর্তাকে ঢুকতে দিল না কানাডা
Web Desk, ABP Ananda
Updated at:
23 May 2017 02:33 PM (IST)
কানাডার প্রধানমন্ত্রাী জাস্টিন ট্রুডো
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -