নয়া দিল্লি: কয়েক দশকের ইতিহাসে এমন ঝড় দেখেনি ইউরোপ এবং ব্রিটেন। শুক্রবার সকাল থেকেই আঘাত হানতে শুরু করেছে এই সাইক্লোন। ঝড়ের গতি এতটাই তীব্র যে কিছু কিছু এলাকায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা কার্যত সাম্প্রতিক সময়ে বিরল এক ঘটনা। এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে- ইউনিস। এই ইউনিসের আঘাতে মানুষের প্রাণহানিরও আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটেনের হাওয়া অফিস ইতিমধ্যেই জারি করেছে লাল সতর্কতা। অনেক জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল। লন্ডনের হিথরো বিমানবন্দরে কমপক্ষে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে এই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে।
১৯৭৯ সালের পর এটা হবে যুক্তরাজ্যে সর্বোচ্চ বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানা ঝড়। ঘণ্টায় ১১৮ মাইল বাতাসের বেগ নিয়ে কর্নওয়ালের গোয়েন্যাপ হেডে আঘাত হেনেছিল ঝড়। সতর্কতা জারি করা হয়েছে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে হারিকেন। এই ঝড় হারিকেনের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গোটা ইউরোপ জুড়েই। আমস্টারডাম এয়ারপোর্ট কর্তৃপক্ষ ১৬৭টি ফ্লাইট বাতিল করে। ডাচ ফ্ল্যাগশিপ এয়ারলাইন কেএলএম বলেছে যে, ইউনিস নামক ঝড়ের কারণে শুক্রবারের জন্য নির্ধারিত ১৬৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, নেদারল্যান্ডসের কিছু অংশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৯ কিলোমিটার বা ঘণ্টায় ৮৬ মাইল পর্যন্ত পৌঁছতে পারে।