WHO on Omicron:কোভিড সংক্রমণ কমছে, কিন্তু আবার কী বিপদ?

WHO on Omicron surge: বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ কমছে। একটু একটু করে ছন্দে ফিরছে জনজীবন। কিন্তু এখনও বিপদ পুরোপুরি চলে যায়নি। এমনই সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

Continues below advertisement


জেনিভা:  বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ কমছে। একটু একটু করে ছন্দে ফিরছে জনজীবন। কিন্তু এখনও বিপদ পুরোপুরি চলে যায়নি। এমনই সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর (who)। ওমিক্রন অনেক বেশি সংক্রামক। কিন্তু ততটা মারাত্মক নয়। অনেক বিশেষজ্ঞই এমনটা বলে থাকেন। কিন্তু প্রথম থেকেই সেই তত্ত্ব মানতে চায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফের তা নিয়ে মুখ খুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ। তাঁর সতর্কবার্তা, ওমিক্রন ডেল্টার চেয়ে কম মারাত্মক, তবে মৃদু নয়। একটি টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে,গত সপ্তাহে বিশ্বে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ৭৫ হাজার।  

Continues below advertisement

দেখুন কী বলছে WHO

ওমিক্রনের উপ ভ্যারিয়েন্ট (sub) বিএ ২ (BA.2) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ওমিক্রনের একাধিক উপ ভ্যারিয়েন্ট রয়েছে। BA.1, BA.1.1, BA.2 এবং BA.3। এর মধ্যে বেশি চিন্তা বিএ ২ (BA.2) নিয়ে। বিশ্বে মোট কোভিড আক্রান্তের বড় অংশই ওমিক্রনের। বিশ্বে ওমিক্রন সংক্রমণ যত হচ্ছে, তার প্রতি পাঁচটির মধ্যে একটি সংক্রমণের পিছনে রয়েছে BA.2 উপ ভ্যারিয়েন্ট। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তাহলে এই উপ ভ্যারিয়েন্ট কি তুলনায় বেশি সংক্রামক? সেরকমই ইঙ্গিত দিচ্ছে হু। আর সেই কারণেই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি নিয়ে চিন্তা রয়েছে।  কোভিড ঠেকাতে বারবার বিধি মানার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাস্ক পরা, টিকা গ্রহণ এবং দূরত্ববিধি বজায় রাখতে জোর দেওয়া হচ্ছে।

এর সঙ্গেই রয়েছে আরও একটি সতর্কবার্তা। সাংবাদিক বৈঠকে হু জানিয়েছে, পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অংশে নতুন করে একটি কোভিড সংক্রমণের ঢেউ আসতে চলেছে। যা মূলত ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য়। সেখানে সংক্রমণ ঠেকাতে তড়িঘড়ি ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। যত দ্রুত সম্ভব টিকাকরণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তার সঙ্গেই বিধি মেনে পদক্ষেপ করারও পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রেই জানা গিয়েছে, গত সপ্তাহ দুয়েক ধরে আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, রাশিয়া এবং ইউক্রেনে বাড়ছে  কোভিড সংক্রমণ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হু।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola