বেজিং: আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবি চিনে এতটাই প্রভাব বিস্তার করেছে যে তার প্রতিধ্বনি শোনা গেল ব্রিকস সম্মেলনেও!
বুধবার, বেজিংয়ে ব্রিকস মিডিয়া ফোরামে অংশগ্রহণকারী সদস্যদের বৈঠক চলছিল। সেখানে ‘দঙ্গল’-এর প্রসঙ্গ উত্থাপন করলেন চিনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র পঞ্চম শীর্ষ নেতা।
লিউ ইয়ুনশ্যান নামে ওই নেতা বলেন, যতদূর মনে পড়ছে, ‘রেসেল মাই ফাদার’ (দঙ্গল-এর চিনা নাম) নামে এক ভারতীয় ছবি চিনে অল্প সময়েই ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে।
তিনি যোগ করেন, এদেশেই চিনা ছবির চেয়েও বেশি টাকা কামিয়েছে। সাম্প্রতিককালে দঙ্গল হল সবচেয়ে সফল ছবি। আমার মনে হয়, সাফল্যের গল্পের সেরা উদাহরণ হল দঙ্গল। সংবাদমাধ্যমের উচিত আরও বেশি তার প্রচার করা।
প্রসঙ্গত, চিনে গত ৫ মে মুক্তি পেয়েছে দঙ্গল। এখনও পর্যন্ত তা ১১০০ কোটি টাকার বেশি আয় করেছে। ফলে, চিনের বাজারে তা রেকর্ড করেছে। দঙ্গল-ই হল প্রথম নন-হলিউড বিদেশি ছবি, যা এত টাকা আয় করেছে। আজও চিনের ৭ হাজার স্ক্রিনে সগৌরবে চলছে আমির খান অভিনীত ছবি।