আন্দামান সাগরে মিলল মায়ানমারের নিখোঁজ সেনা বিমানের ধ্বংসাবশেষ
Web Desk, ABP Ananda | 07 Jun 2017 05:32 PM (IST)
ইয়াঙ্গন: মায়ানমারের সেনাবাহিনীর নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেল আন্দামান সাগর থেকে। দাবেই শহর থেকে ১৩৬ মাইল দূরে বিমানটির ধ্বংসাবেশেষ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মায়ানমারের পর্যটন বিভাগের এক আধিকারিক। তবে এখনও যাত্রীদের বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আজ স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১.৩৫ মিনিটে মেইক ও ইয়াঙ্গনের মাঝামাঝি একটি জায়গা থেকে নিখোঁজ হয়ে গিয়েছে বিমানটি। ১০৫ জন যাত্রী এবং চালক সহ ১১ জন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। যাত্রীদের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল। অন্য একটি সূত্রে আবার বলা হচ্ছে, ১০ জন যাত্রী এবং ১৪ জন কর্মী ছিলেন। যাত্রীরা আদৌ বেঁচে আছেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। মায়ানমারের সেনাপ্রধানের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবেই শহরের ২০ মাইল পশ্চিমে আন্দামান সাগরের উপর থেকে নিখোঁজ হয়ে গিয়েছে বিমানটি। যাত্রীরা সেনাকর্মীদের পরিবারের লোকজন ছিলেন। আকাশপথের পাশাপাশি জলপথেও বিমানটির খোঁজ চালানো হচ্ছে। বিমানবাহিনীর এক প্রাক্তন আধিকারিক বলেছেন, মায়ানমারের বেশিরভাগ বিমানই বেশ পুরনো। বিমানগুলির রক্ষণাবেক্ষণও ঠিকমতো করা হয় না। সেই কারণেও ভেঙে পড়তে পারে বিমানটি।