কাবুল, আফগানিস্তান: ফের বিস্ফোরণ আফগানিস্তানে। এবার কাবুল শহরের দারুল-আমান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর সংবাদ সংস্থা সূত্রে। সেদেশের স্থানীয় সংবাদ সংস্থাও এই খবর জানিয়েছে। যদিও ক্ষয়ক্ষতি সম্পর্কে এবং বিস্ফোরণ সম্পর্কে সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি।  






 


সূত্রের খবর, রাশিয়ার দূতাবাসের সামনে এদিন বিস্ফোরণ ঘটেছে। একাধিক স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রের খবর, রাশিয়ার দূতাবাসকে লক্ষ্য করেই এদিন বোমা হামলা করা হয়। একটি সূত্রের খবর, কাবুলে দূতাবাসের সামনে ওই বোমা হামলায় দুজন রাশিয়ার কূটনীতিকের মৃত্যু হয়েছে। 


বারবার হামলা:
সম্প্রতি গত সপ্তাহে, আফগানিস্তানের হেরাট প্রদেশের একটি মসজিদের ভিতরে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় অন্তত ১৮জনের মৃত্যু হয়েছিল। ৩১ অগাস্ট, তালিবানের তরফে মার্কিন সেনার আফগানিস্তান ছেড়ে যাওয়ার প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছিল। তার মধ্যেই একাধিক আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। দীর্ঘদিন আফগানিস্তানে আমেরিকার সেনা ছিল। গত বছর আমেরিকা আফগানিস্তান থেকে সেনা তুলে নেয়। তার সঙ্গে সঙ্গেই  গোটা আফগানিস্তানের দখল নেয় তালিবান। তারপর থেকে প্রায়শই আফগানিস্তানে বারবার বিভিন্ন জায়গায়। 


 






গত মাসখানেকের মধ্যে বারবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। তার মধ্যে কাবুলেও বোমা বিস্ফোরণ হয়েছে। আগস্টেই মাসেই কাবুলে একটি স্কুলে বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই ঘটনায় একাধিক মৃত্যু হয়েছিল। যে স্কুলের চত্বরে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল, সেটি মূলত শিয়া অধ্য়ুষিত। তার আগে এপ্রিলের প্রথম সপ্তাহে পুল-ই-কিস্ত মসজিদে গ্রেনেড হামলা হয়। সেখানেও বেশ কয়েকজন জখম হয়েছিলেন। সেই সময়েই কয়েকদিন আগে-পরে কাবুলে গ্রেনেড হামলা হয়েছে। সেই ঘটনাতেও মারা গিয়েছিলেন একজন। 


আরও পড়ুন: অভিষেকের বিদেশযাত্রায় বাধা নয়, ইডিকে জানাল সুপ্রিম কোর্ট