নয়াদিল্লি:মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মুল চক্রী তথা আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম যে পাকিস্তানের রয়েছে, তা কার্যত স্বীকার করে নিলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। তিনি বলেছেন, দাউদকে খুঁজে পেতে ভারতকে কখনই সাহায্য করবে না পাকিস্তান।
একটি পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মুশারফ দাউদের অপরাধমূলক কাজকর্মের পক্ষে সওয়াল করেছেন। তাঁর দাবি, ‘ভারত মুসলিমদের মেরে ফেলছিল। দাউদ তার জবাব দিয়েছে’।
মুশারফ বলেছেন, ‘ভারত পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে। এখন আমরা সুবোধ হয়ে কেন তাদের সাহায্য করতে যাব? আমি জানি না, দাউদ কোথায় আছে। এদেশেই কোথাও থাকতে পারে’।
উল্লেখ্য, পাকিস্তান ধারাবাহিকভাবে সেদেশে দাউদের থাকার কথা অস্বীকার করে এসেছে। যদিও ভারত বরাবর বলে আসছে যে, করাচির একটি প্রসাদোপম বাড়িতে থাকে দাউদ।
বিদায়ী স্বরাষ্ট্র সচিব রাজীব মেহৃষি বলেছেন যে, দাউদ পাকিস্তানেই রয়েছে। কিন্তু দাউদকে হাতে পাওয়ার যে চেষ্টা ভারত চালাচ্ছে, তাতে বাগড়া দিচ্ছে পাকিস্তান।
গত এপ্রিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন যে, দাউদ যে পাকিস্তানেই রয়েছে, তাতে কোনও সন্দেহই নেই। গত ১০ বছরে এ বিষযে ভারত বহু ডসিয়ার পাঠয়েছে।
দাউদ পাকিস্তানে থাকলেও তাকে খোঁজার ব্যাপারে ভারতকে কেন সাহায্য করতে যাব, বললেন মুশারফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2017 12:18 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -