নয়াদিল্লি: ব্লু হোয়েল চ্যালেঞ্জ নামে অসংখ্য গ্রুপ চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক রুশ টিন এজারকে।


১৭ বছরের মেয়েটির নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, এই গেম খেলতে এসে কেউ যদি পিছিয়ে যেত, তবে তাকে খুনের ভয় দেখাত সে। এভাবে ব্লু হোয়েল খেলতে আসা গোটা বিশ্বের অসংখ্য ছেলেমেয়েকে সে ভয় দেখিয়ে আত্মহত্যায় বাধ্য করেছে।

মেয়েটি ডেথ গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটর বলে পরিচিত। সে নিজেও খেলেছে ব্লু হোয়েল। কিন্তু শেষ ধাপে আত্মহত্যা করেনি, উল্টে গেমেরই অ্যাডমিন হয়ে বসেছে।

এই মেয়েটিই ব্লু হোয়েল গ্রুপে গেম খেলতে আগ্রহীদের একের পর এক কাজ পাঠাতো, যেগুলো অনেক সময় জীবন শেষ করে দিতে পারে। কাজ শেষ না করলে টিন এজারদের মেরে ফেলার হুমকি দিত সে, বলত, নিকট আত্মীয়দের মেরে ফেলা হবে। ব্লু হোয়েল গেমে ৫০টি চ্যালেঞ্জ সেই ঠিক করে। একটির পর একটি চ্যালেঞ্জ নিতে নিতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে গেমের ফাঁদে পড়া টিন এজার, শেষে বাধ্য হয় আত্মহত্যায়।

এই গেমের স্রষ্টা ২২ বছরের ফিলিপ বুদেইকিনকে এ বছরের শুরুতেই গ্রেফতার করেছে পুলিশ। তার ৩ বছরের কারাদণ্ড হয়েছে। কিন্তু সে জেলে যাওয়ার পরেও গোটা বিশ্বে রমরমিয়ে চলেছে ব্লু হোয়েল, অসংখ্য ছেলেমেয়ের প্রাণ নিয়েছে।