ইসলামাবাদ: পাকিস্তানে নেই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। এমনটাই দাবি করল পাক বিদেশমন্ত্রক। গতকালই, ব্রিটেনের একটি আদালতে একটি মামলার শুনানিতে জানানো হয়, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত দাউদ পাকিস্তানে অজ্ঞাতবাসে রয়েছে। পরের দিনই বিদেশমন্ত্রক মারফৎ পাকিস্তান জানিয়ে দিল, দাউদ সেদেশে নেই। এদিন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফৈসাল সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, ডি-কোম্পানির শীর্ষস্থানীয় সদস্য ৫১ বছরের জাবির মোতিওয়ালা প্রত্যর্পণ মামলার শুনানিতে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পেশ করা হয় যে, দুশোর বেশি মানুষের প্রাণহানি হওয়া ১৯৯৩ সালের মুম্বই হামলার মূল কূচক্রী দাউদ পাকিস্তানে রয়েছে। আদালতে মোতির কৌঁসুলি জানান, দাউদ ও তাঁর ভাই আনিস ইব্রাহিম ১৯৯৩ সাল থেকেই ভারত থেকে বেপাত্তা এবং বর্তমানে তাঁরা পাকিস্তানে রয়েছেন।
প্রসঙ্গত, মোতিকে আমেরিকায় প্রত্যর্পণ করানোর জন্য মামলা করেছে মার্কিন প্রশাসন। মোতির কৌঁসুলি আদালতে জানান, মোতিকে আমেরিকা দাউদের সঙ্গে জুড়ে দিয়েছে। অর্থাৎ, তাঁর বিরুদ্ধে ‘বিশেষ প্রশাসনিক ব্যবস্থা’ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে নিউইয়র্কের জেলে ‘আইসোলেশন’ বা অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হবে। কৌঁসুলি যোগ করেন, যেহেতু, তাঁর মক্কেলের আত্মহত্যাপ্রবণতা রয়েছে, তাই তা হানিকারক হতে পারে।
মার্কিন প্রশাসনের দাবি, আল-কায়দা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দাউদের। যার জেরে দাউদকে ‘গ্লোবাল টেররিস্ট’ বা বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে ওয়াশিংটন। এই যুক্তিতে তারা রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে বিশ্বব্যাপী দাউদের যাবতীয় সম্পত্তি ক্রোক করতে ও তাঁর যাবতীয় কার্যকলাপ বন্ধ করতে উদ্যোগী হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পাকিস্তানে নেই দাউদ ইব্রাহিম, জানাল ইসলামাবাদ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2019 09:18 PM (IST)
গতকালই, ব্রিটেনের একটি আদালতে একটি মামলার শুনানিতে জানানো হয়, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণকাণ্ডে অন্যতম অভিযুক্ত দাউদ পাকিস্তানে অজ্ঞাতবাসে রয়েছে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -