কাবুল: আফগানিস্তানে ভয়াবহ তুষারধসে মৃত্যু হল শতাধিক ব্যক্তির। এর মধ্যে একটি গ্রামেই মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। খারাপ আবহাওয়া এবং উদ্ধারকার্যে সমস্যার ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত কয়েকদিন ধরে চলা তুষারপাতের সঙ্গে যোগ হয়েছে তুষারধস। ফলে প্রবল সমস্যায় পড়েছেন আফগানিস্তানের মানুষ। তুষারধসের ফলে দেশের মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে বেশি ক্ষতি হয়েছে। কয়েকশো বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। রাস্তাঘাটেরও ক্ষতি হয়েছে। ফলে উদ্ধারকারীরাও সমস্যায় পড়েছেন। তাঁরা দুর্গম অঞ্চলগুলিতে যেতে পারছেন না।
আফগানিস্তানের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ওমর মহম্মদী জানিয়েছেন, নুরিস্তান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তুষারধসের ফলে বার্গমাতাল জেলায় দুটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। একটি গ্রাম থেকে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপর গ্রামটিতে এখনও পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। মধ্য ও উত্তর আফগানিস্তানে তুষারধসে ৫৪ জনের মৃত্যু হয়েছে। ১৬৮টি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। কয়েকশো গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ভারী তুষারপাতের ফলে বহু মানুষ আটকে আছেন। রাস্তা সারিয়ে দুর্গম অঞ্চলগুলি থেকে মানুষজনকে উদ্ধার করার চেষ্টা চলছে।
আফগানিস্তানে তুষারধসে মৃত শতাধিক
Web Desk, ABP Ananda
Updated at:
06 Feb 2017 09:26 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -