গুলশন হামলা: পুলিশের হাতে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সহ ৩
ABP Ananda, Web Desk
Updated at:
17 Jul 2016 07:21 AM (IST)
NEXT
PREV
ঢাকা: বাংলাদেশে ছড়িয়ে পড়া জঙ্গি ষড়যন্ত্রের জাল কতটা গভীরে প্রোথিত তদন্তে নেমে টের পাচ্ছে পুলিশ। গুলশন কাফে হামলার ঘটনায় এবার তারা গ্রেফতার করল অভিজাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গিয়াসউদ্দিন আহসানকে। অভিযোগ, কাফে হামলার জঙ্গিদের জন্য ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন তিনি। এছাড়াও গ্রেফতার করা হয়েছে গিয়াসের ভাইপো আলম চৌধুরি ও জনৈক বিল্ডিং ম্যানেজার মাহবুদুর রহমান তুহিনকে।
পুলিশ জানিয়েছে, কাফে হামলার ৫ জঙ্গি ১৬ মে বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ার ৬ নম্বর রাস্তার ব্লক ই-তে একটি ফ্ল্যাট ভাড়া করে। কিন্তু গিয়াসউদ্দিন পুলিশের কাছে এ ব্যাপারে কিছুই জানাননি। ওই ফ্ল্যাট থেকে পুলিশ বেশ কিছু বালিভরা বাক্স উদ্ধার করেছে, পাওয়া গেছে পুরনো জামাকাপড়ও। পুলিশের ধারণা, ওই বাক্সগুলোয় করে জঙ্গিরা গ্রেনেড নিয়ে এসেছিল। সম্ভবত, রমজানের শুরু থেকে ওই ফ্ল্যাটে বসবাস শুরু করে তারা, ওখান থেকেই চূড়ান্ত হয় কাফে হামলার ছক।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্দরে অন্দরে চলছে জঙ্গি কার্যকলাপ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনারত ছেলেমেয়েরাও আকৃষ্ট হয়ে পড়েছে সন্ত্রাসবাদে। কাফে হামলার জঙ্গিরাও এলিট স্কুল-কলেজে পড়াশোনা করেছিল বলে পুলিশ আগেই জানিয়েছে।
ঢাকা: বাংলাদেশে ছড়িয়ে পড়া জঙ্গি ষড়যন্ত্রের জাল কতটা গভীরে প্রোথিত তদন্তে নেমে টের পাচ্ছে পুলিশ। গুলশন কাফে হামলার ঘটনায় এবার তারা গ্রেফতার করল অভিজাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গিয়াসউদ্দিন আহসানকে। অভিযোগ, কাফে হামলার জঙ্গিদের জন্য ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন তিনি। এছাড়াও গ্রেফতার করা হয়েছে গিয়াসের ভাইপো আলম চৌধুরি ও জনৈক বিল্ডিং ম্যানেজার মাহবুদুর রহমান তুহিনকে।
পুলিশ জানিয়েছে, কাফে হামলার ৫ জঙ্গি ১৬ মে বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ার ৬ নম্বর রাস্তার ব্লক ই-তে একটি ফ্ল্যাট ভাড়া করে। কিন্তু গিয়াসউদ্দিন পুলিশের কাছে এ ব্যাপারে কিছুই জানাননি। ওই ফ্ল্যাট থেকে পুলিশ বেশ কিছু বালিভরা বাক্স উদ্ধার করেছে, পাওয়া গেছে পুরনো জামাকাপড়ও। পুলিশের ধারণা, ওই বাক্সগুলোয় করে জঙ্গিরা গ্রেনেড নিয়ে এসেছিল। সম্ভবত, রমজানের শুরু থেকে ওই ফ্ল্যাটে বসবাস শুরু করে তারা, ওখান থেকেই চূড়ান্ত হয় কাফে হামলার ছক।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্দরে অন্দরে চলছে জঙ্গি কার্যকলাপ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনারত ছেলেমেয়েরাও আকৃষ্ট হয়ে পড়েছে সন্ত্রাসবাদে। কাফে হামলার জঙ্গিরাও এলিট স্কুল-কলেজে পড়াশোনা করেছিল বলে পুলিশ আগেই জানিয়েছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -