নয়াদিল্লি: পাকিস্তানের মডেল তথা সোশ্যাল মিডিয়ায় তারকা হয়ে ওঠা কান্দিল বালোচ নিজের দেশেই প্রবল সমস্যায় ছিলেন। সে এমনই সমস্যা যে দেশ ছেড়ে ভারতের নাগরিকত্ব পর্যন্ত চেয়ে বসেছিলেন কান্দিল। তবে তাঁর সে আশা পূরণ হয়নি। পরিবারের সম্মান রক্ষার অজুহাতে তাঁকে খুন করল ভাই।



ফেসবুকে সাহসী ছবি, ভিডিও এবং মন্তব্য পোস্ট করে বিতর্কে জড়ান কান্দিল। সম্প্রতি এক ধর্মগুরুর সঙ্গে ছবি তোলেন তিনি। তাছাড়া বিরাট কোহলিকে প্রেম নিবেদনও করেছিলেন এই পাক মডেল। একাধিক বিতর্কে জড়ানোর জন্য পরিবারের লোকেদের কাছেই অপ্রিয় হয়ে ওঠেন কান্দিল। তাঁর ভাই বেশ কিছুদিন ধরেই হুমকি দিচ্ছিল। শেষপর্যন্ত সে খুনই করে বসল।