ঢাকা: আইএস-ও নয়। বহিরাগতও নয়। ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলাকারীরা প্রত্যেকেই বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য। এমনটাই দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁর কথায়, এই হামলার সঙ্গে ইসলামিক স্টেট বা আইএস-এর কোনও যোগাযোগ নেই।
এক দশকেরও বেশি সময় বাংলাদেশে নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন। ওই সংগঠনটি আদৌ আইএসের অনুগামী নয় বলে জানিয়েছেন খান।
উল্লেখ্য, ঢাকার গুলশনে কূটনৈতিক এলাকার জনপ্রিয় স্প্যানিশ রেস্তোরাঁ হোলি আর্টিজান বেকারিতে হামলার দায়স্বীকার করেছে আইএস। যদিও সরকার ধারাবাহিকভাবে দাবি করেছে যে, আইএস বাংলাদেশে সক্রিয় নয়।
পুলিশ ছয় জঙ্গির ছবি ও নাম প্রকাশ করেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয়েছে। সপ্তম জঙ্গিকে জীবিত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তাকে গোয়েন্দারা জেরা করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলাকারীরা প্রত্যেকেই শিক্ষিত এবং তারা ধনী পরিবারের সন্তান। কেন তারা ইসলামিক জঙ্গি হল, এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেছেন, এটা তো একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘ঢাকার হামলাকারীরা আইএস নয়, বাংলাদেশেরই নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য’
ABP Ananda, web desk
Updated at:
03 Jul 2016 06:48 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -