ঢাকা: শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গোটা বাংলাদেশকে কার্যত পঙ্গু করে দেওয়া জঙ্গিরা মাদ্রাসায় পড়াশোনা করে মগজধোলাই হওয়া ছাত্র নয়। এরা সকলেই অবস্থাপন্ন পরিবারের ছেলে, বাংলাদেশে এদের পরিবারের প্রতিপত্তি রয়েছে। ঢাকার অভিজাত সব স্কুলে লেখাপড়া করেছে এরা।
বাংলাদেশ সরকার জানিয়েছে, এদের বয়স ২০ থেকে ২১-এর মধ্যে, এরা পড়াশোনা করত ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। শহরের প্রথম সারির স্কুল স্কলাসটিকা ও টার্কিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে সেরেছে স্কুলের পড়াশোনা। প্রশাসন বিস্মিত এ কথা ভেবে, এমন এলিট স্কুলের ছাত্ররা কীভাবে আইএসের জিহাদি সংস্কৃতিতে উৎসাহী হয়ে পড়ল।
এর মধ্যে ঢাকা জঙ্গিদের কয়েকজনের নাম ও ছবি প্রকাশ করেছে আইএস। এরা হল আবু ওমর, আবু সালমা, আবু রহিম ও আবু মুহারিব আল বেঙ্গল। তবে বাংলাদেশ সরকার এই সব নাম ও ছবির সত্যতা এখনও অনুমোদন করেনি। আইএস হুমকি দিয়েছে, ‘ক্রুসেডার দেশ’-গুলির নাগরিকদের ওপর তাদের হামলা আরও ভয়াবহ হবে।
ঢাকা রেস্তোঁরা জঙ্গিরা অবস্থাপন্ন বাড়ির ছেলে, অভিজাত স্কুলে লেখাপড়া
ABP Ananda, Web Desk
Updated at:
03 Jul 2016 08:13 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -