২০০ টাকায় কেনা আংটির দাম নিলামে উঠল ৫.৪ কোটি টাকা!
ABP Ananda, web desk | 09 Jun 2017 12:29 PM (IST)
প্রতীকী ছবি
লন্ডন: এক মহিলা ২০০ টাকা দিয়ে একটা আংটি কিনেছিলেন। ৩৭ বছর পর জানতে পারলেন ওই আংটির নাম আসলে কয়েক কোটি টাকা। লন্ডনের একটি হাসপাতালের কার বুট সেলে আংটিটি কিনেছিলেন ওই মহিলা। ভালো লেগে গিয়েছিল তাই কিনে নিয়েছিলেন। ৩৭ বছর ধরে তাঁর আঙুলে ছিল আংটিটি। কিছুদিন আগে ওই মহিলা জানতে পারলেন, আঙুলে যে আংটি পরে রয়েছে তা আসলে হীরের। প্রথমটা বিশ্বাস হয়নি তাঁর। যাচাই করতে ছুটলেন গহনার দোকানে। সেখানে জানতে পারলেন, যা তা আংটি নয়। এটি আসলে ২৬ ক্যারেট হীরের আংটি। এরপর তিনি একটি গহনা নিলামকারী সংস্থার দ্বারস্থ হলেন। নিলামে আংটির দর পৌঁছল ৫.৪৬ কোটি টাকা। আসলে আংটিটিতে যে হীরে ছিল তা প্রাচীন পদ্ধতিতে কাটা ও পালিশ করা হয়েছিল। সেকারণেই এর ওপর আলো পড়লেও তা প্রতিফলিত হত না।