লন্ডন: বৎসোয়ানার মাটি তোলপাড় করে ডাইনোসররা যখন ঘুরে বেড়াত তখন হয়তো ঘাড় ঘুরিয়ে একে দেখেছিল। প্রাগৈতিহাসিক মানুষজন পাথর দিয়ে শিকার করার সময় ব্যবহার করে অবহেলায় হয়তো ছুঁড়েও ফেলেছিল একে। শতাব্দীর পর শতাব্দী গেছে, কেউ জানতে পারেনি, তাদের পায়ের তলার এই টেনিস বলের মত এবড়ো খেবড়ো পাথরটা আর কিছু নয়, বিশাল একটি হিরে। নিলামে যার দাম ৭০ মিলিয়ন ডলার ছোঁয়াও কিছু বিচিত্র নয়।
আফ্রিকার বৎসোয়ানার হিরের খনি থেকে গত নভেম্বরে পাওয়া গেছে হিরেটি। এর নাম লেসেডি লা রোনা, দক্ষিণ আফ্রিকার স্বোয়ানা ভাষায় যার মানে ‘আমাদের আলো’। ১,১০৯ ক্যারাটের এই হিরের বয়স কম সে কম ৩০০ কোটি বছর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত একশ বছরে এত বড় হিরে উদ্ধার এই প্রথম, এখনও পর্যন্ত পাওয়া সমস্ত হিরের মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম। লন্ডনে সদবির নিলামঘরে ২৯ জুন ‘আমাদের আলো’-র দর হাঁকা হবে। দাম উঠতে পারে ভারতীয় মুদ্রায় ৭ কোটি টাকারও বেশি।
টেনিস বলের সাইজের হিরে, দাম উঠতে পারে ৭ কোটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2016 12:12 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -