বিপজ্জনক এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। ঘটনাটি চলতি বছরের ফেব্রুয়ারির। কিন্তু সম্প্রতি তা জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনার তদন্ত শুরু করেছে।
যে ডিভাইসের জন্য এই গোলমাল সেটির নাম ‘মার্জি হেমো’। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের সময় সাহায্য করে এই ডিভাইসটি। কিন্তু এই অস্ত্রোপচার করতে গিয়েই বিপত্তি ঘটে। অ্যান্টি ভাইরাস সফটওয়ার প্রতি ঘণ্টায় স্ক্যান করা হয়। কিন্তু ওই অস্ত্রোপচার চলার সময় নির্দিষ্ট পন্থা মেনে সেই স্ক্যান করা হয়নি। যার ফলে কম্পিউটার বিকল হয়ে যায় বলে জানা গিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলির কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা নতুন ঘটনা নয়। গত মাসেই ওয়াশিংটনের একটি হাসপাতাল সাইবার হানার হাত থেকে বাঁচতে অনলাইন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।