নয়াদিল্লি: বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক খুব ভাল। এনআরসি ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্কে তার কোনও প্রভাব পড়বে না। বললেন বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি-র ডিরেক্টর জেনারেল শাফিনুল ইসলাম।
‘জাতীয় নাগরিকপঞ্জী সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে ভারতের সরকার সিদ্বান্ত নেবে। অন্যান্য সমস্ত সীমান্তের মতো বাংলাদেশের সীমান্তরক্ষীরা অনুপ্রবেশ আটকানোর কাজ করেছে ও করবে’, রবিবার এক সাংবাদির বৈঠকে জানান শাফিনুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি বিবেক জোহরি-ও। তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ত্বের সম্পর্ক বজায় রয়েছে।’
ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও অনুপ্রবেশ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই কনফারেন্সে উঠে আসে। দুই দেশই অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানায়। এছাড়াও পশুপাচার ও অন্যান্য যে কোনও অবৈধ কাজ বন্ধ করার ওপর জোর দিচ্ছেন উভয় দেশের সীমান্তরক্ষীরা। যে কোনওরকম মাদক ও অস্ত্রপাচারের বিরুদ্ধেও পদক্ষেপ করার কথা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। ঠিক হয়েছে, একে অপরকে এ বিষয়ে যথাসম্ভব সাহায্য করবে দুই দেশই।
এনআরসি ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’, দুই দেশের সীমান্তরক্ষীদের সম্পর্ক ভাল, বললেন বাংলাদেশ বর্ডার গার্ডের ডিজি
Web Deask, ABP Ananda
Updated at:
29 Dec 2019 08:32 PM (IST)
বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক খুব ভাল। এনআরসি ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’- বললেন, বাংলাদেশের বর্ডার গার্ড বা বিজিবি ডিরেক্টর জেনারেল শাফিনুল ইসলাম।
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -