নয়াদিল্লি: বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে সম্পর্ক খুব ভাল। এনআরসি ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্কে তার কোনও প্রভাব পড়বে না। বললেন বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি-র ডিরেক্টর জেনারেল শাফিনুল ইসলাম।


‘জাতীয় নাগরিকপঞ্জী সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে ভারতের সরকার সিদ্বান্ত নেবে। অন্যান্য সমস্ত সীমান্তের মতো বাংলাদেশের সীমান্তরক্ষীরা অনুপ্রবেশ আটকানোর কাজ করেছে ও করবে’, রবিবার এক সাংবাদির বৈঠকে জানান শাফিনুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের ডিজি বিবেক জোহরি-ও। তিনি বলেন, ‘দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ত্বের সম্পর্ক বজায় রয়েছে।’

ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও অনুপ্রবেশ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই কনফারেন্সে উঠে আসে। দুই দেশই অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানায়। এছাড়াও পশুপাচার ও অন্যান্য যে কোনও অবৈধ কাজ বন্ধ করার ওপর জোর দিচ্ছেন উভয় দেশের সীমান্তরক্ষীরা। যে কোনওরকম মাদক ও অস্ত্রপাচারের বিরুদ্ধেও পদক্ষেপ করার কথা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। ঠিক হয়েছে, একে অপরকে এ বিষয়ে যথাসম্ভব সাহায্য করবে দুই দেশই।