ওয়াশিংটন: আগামী ২০২০ সালের নির্বাচনে যদি তাঁর বাবা পুনরায় মার্কিন প্রেসিডেন্ট পদে জয়ী হন, তাহলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন। এমনটাই ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা।
বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পদে কর্মরত ইভাঙ্কা হোয়াইট হাউসেই থাকেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ‘মার্কিন ফার্স্ট ডটার’-কে প্রশ্ন করা হয়, আসন্ন নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হন, তাহলে তিনি কি এখনকার মতো প্রশাসনের সঙ্গেই জড়িত থাকবেন? উত্তরে ইভাঙ্কা জানিয়েছেন, তাঁর কাছে তাঁর নিজের সুখের চেয়ে সন্তানদের সুখ বেশি প্রাধান্য পায়। বলেছেন, আমি আমার সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী স্থির করি। তবে, ওদের (সন্তানদের) প্রয়োজনটাই অগ্রগণ্য। ওদের ওপর নির্ভর করছে আমার সিদ্ধান্ত। যদিও, তিনি স্বীকার করেন, তাঁর কাজ অসম্পূর্ণ রয়েছে। তিনি বলেন, আমরা মানুষের জন্য অনেক কিছু করেছি। তাও যেন যথেষ্ট নয়।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ৩৮ বছর বয়সী ইভাঙ্কা ও তাঁর স্বামী জারেদ কুশনার ট্রাম্প প্রশাসনে উপদেষ্টা হিসেবে নিযুক্ত। দুজনই হোয়াইট হাউসে থাকেন এবং বাবার নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট নির্বাচন জিতলে হোয়াইট হাউস ছাড়বেন কন্যা ইভাঙ্কা
Web Desk, ABP Ananda
Updated at:
29 Dec 2019 08:17 AM (IST)
বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা পদে কর্মরত ইভাঙ্কা হোয়াইট হাউসেই থাকেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -