মস্কো: জটিল ওপেন হার্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিপত্তি। না রোগীর কোনও শারীরিক অসঙ্গতি নয়, যে হাসপাতালে চলছিল অস্ত্রোপচার, হঠাৎ করেই তা আগুনের গ্রাসে। স্বাভাবিকভাবেই হুলুস্থুলু গোটা হাসপাতালজুড়ে। কিন্তু সেই অবস্থাতেও একদল চিকিৎসক-নার্স যা করলেন, সেটা কার্যত অবিশ্বাস্য। কঠিন পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল থেকে ওপেন হার্ট অস্ত্রোপচার চালিয়ে গেলেন আট চিকিৎসক-নার্সের দল। ঘটনা পূর্ব রাশিয়ার ব্লাগোভেসচেনশেক এলাকার আমুর স্টেট মেডিক্যাল অ্যাকাডেমিতে।
রাশিয়ায় আপদকালীন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ঘণ্টা দুই ধরে টানা অস্ত্রোপচার চালিয়ে যান আট চিকিৎসক-নার্সের দল। যার পরে গোটা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় রোগীকে।
ব্লাগোভেসচেনশেক এলাকার আমুর স্টেট মেডিক্যাল অ্যাকাডেমির ছাদে হঠাৎই আগুন লাগে। ১৯০৭ সালে হাসপাতালটি নির্মাণের সময় থেকেই ছাদটি ছিল কাঠের। তাই আগুন লাগার পর থেকে দ্রুত যা ছড়িয়ে পড়তে থাকে।
আগুন লাগার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। তারা হাসপাতাল থেকে দ্রুত সবাইকে বাইরে বের করার পাশাপাশি চালাতে থাকে আগুন নেভানোর কাজ। কিন্তু ওপেন হার্ট সার্জারি শুরু হয়ে যাওয়ায় মাঝপথে তা বন্ধ করা সম্ভব নয় বলেই জানান অস্ত্রোপচার চালানো চিকিৎসক দল।
গোটা অবস্থার গুরুত্ব বুঝে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বিশেষ ব্যবস্থাও নেয় দমকল বাহিনী। তারা দ্রুত জোগাড় করে আনে বিশেষ ধরণের ফ্যান। যাতে অপারেশন থিয়েটার কোনওভাবেই ধোঁয়ায় না ঢেকে যায়, তাই আগুন নেভানোর সঙ্গে একইসঙ্গে চালানো হয় ফ্যানও।
স্বস্তির খবর, গোটা প্রক্রিয়ার মাঝে কেউ হতাহত হননি। আর অস্ত্রোপচার সেরে উঠে ওই চিকিৎসক দলের প্রতিনিধি সার্জেন ভ্যালেনটিন ফিলাটোভ বলেন, ‘আমাদের অন্য কিছু করার রাস্তা ছিল না। ওই সময় রোগীকে যে কোনও উপায়ে বাঁচাতেই হত। তাই যা করা সম্ভব, সেটাই আমরা করেছি।’
অগ্নিকাণ্ড ভালোভাবে নেভানো ও একইসঙ্গে এভাবে সফল অস্ত্রোপচার চালানো সম্ভব করার পর রাশিয়ায় বীরের মর্যাদা পাচ্ছেন চিকিৎসক ও দমকলকর্মীরা। স্থানীয় গর্ভনর ভাসিলি ওরলোভ বিবৃতি প্রকাশ করে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসক ও দমকলকর্মীদের।