১০০ বছরেরও পুরনো পুতুল। একটি পা চিবিয়ে ক্ষতবিক্ষত করেছিল কুকুর। তাও তার দাম নিলামে যা উঠল, তা চমকে যাওয়ার মতো। শুধু পুতুলটির ডান পা নয়, কুকুরের কামড়ে ক্ষতিগ্রস্ত হয় পুতুলটির অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও। যুক্তরাজ্যে সেই পুতুলেরই দাম উঠল কি না ৫৩ হাজার পাউন্ড। 


নিলামে পুতুলের বিরাট দাম


বিবিসির প্রকাশিত তথ্য অনুসারে, এই পুতুলটি ১৯১০ সালের । auction house Vectis - এ পুতুলটির নিলামে দর ওঠে ৫২৬৭৫ পাউন্ড, ভারতীয় মুদ্রায় ৫৪,১৬,৬১২ টাকা। 


সংবাদমাধ্যম সূত্রে খবর,এটি Kammer & Reinhardt  পুতুল। পুতুলটি যথেষ্ট উচ্চমানের। এই ধরনের পুতুল নাকি ২০ - ৩০ বছরে একবারই বিক্রি হয়। Thornaby র নিলাম সংস্থার তরফে জানানো হয়েছে, তারা ভেবেছিল, পুতুলটির দাম ১৭ হাজার পাউন্ড হতে পারে। 


যেন জীবন্ত পুতুল


পুতুলটি এত সুন্দর দেখতে, মনে হবে যেন জীবন্ত ! এই ধরনের পুতুলের বৈশিষ্ট্যই হল এর প্রাণবন্ত লুক। এই পুতুলগুলি  তা এক্কেবারে সত্যিকারের বাচ্চাদের মতো করেই তৈরি করা হয়।  এই পুতুলগুলি বাচ্চাদের থেকে বড়দের মধ্যেই বেশি জনপ্রিয় ছিল। তাই বড়দের সংগ্রহেই বেশি থাকত এই পুতুল।  কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী কালে জার্মানিতে মানুষের পছন্দ পরিবর্তিত হয়, বদলে যায় ফ্যাশন। এই ধরনের দামী পুতুলের ব্যাপক বাজার অনেকাংশে কমে যায়। বিক্রেতারা জানিয়েছেন এই পুতুলটি বংশ পরম্পরায় এক হাত থেকে আরেক হাতে এসেছে।  নিলাম সংস্থার দাবি, পুতুলটি বিশ্বের অন্যতম দুর্লভ খেলনা।                                                   


এখন কী অবস্থা পুতুলটির


পুতুলটিয়ে খানিকটা ক্ষতিগ্রস্থ, তাও জানিয়েছে নিলাম সংস্থা । তারা জানায়, পুতুলটির ডান হাত থেকে তর্জনীর ডগা হারিয়ে গেছে। ওই পরিবারের পোষা কুকুরটি পুতুলটির পা চিবিয়ে ফেলে। ফলে এর ডান পায়ের ক্ষতি হয়। এছাড়া পুতুলের নিম্নাঙ্গে আঁচড় ও কামড়ের চিহ্ন রয়েছে। পা ও ডান হাঁটুতে কৃত্রিম বল  দিয়ে পায়ে তা আবার ঠিকঠাক করা হয়েছে। যদিও তা আগের মতো হয়নি। কিন্তু নিলামে তাঁর দাম ওঠে এতটা !