বেভার্স (আমেরিকা): বাড়ির লোকজনের সঙ্গে বেড়াতে বেরিয়েছিল ৮ ও ১৬ বছরের দুটি মেয়ে। গত শুক্রবার পরিবারের লোকজন তখন উটাহর পাহাড়ের ধারে একটা ক্যাম্পে জমিয়ে গল্পগাছা করছিলেন। ওই দুটি মেয়ে তখন সামনের একটি তৃণভূমি দিয়ে ছোটছুটি করছিল। সঙ্গে ছিল পোষা কুকুর।

হঠাত্ই বজ্রপাত। সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল দুটি মেয়ে। পোষা কুকুর সঙ্গে সঙ্গে ছুটল ক্যাম্পে। সেখানে তার আচরণ দেখে পরিবারের লোকজন বুঝতে পারলেন, মেয়ে দুটি কোনওভাবে বিপদের মুখে পড়েছে। তাঁরা কুকুরটির পিছনে পিছনে ছুটে এলেন। মেয়েদুটিকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান তাঁরা। বেভার্স কাউন্টির শেরিফের অফিস থেকে এ খবর জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই সময় ওই এলাকায় ছিল একটি সরকারি হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে করেই মেয়ে দুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের সল্টলেক সিটির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের আঘাতই বেশ গুরুতর।