ওয়াশিংটন: ‘আব কি বার, ট্রাম্প সরকার’। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের এটাই ক্যাচলাইন। ২০১৪-র ‘আব কি বার, মোদী সরকার’-এর কথা মনে পড়ে গেলে কিচ্ছু করার নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উইনিং স্লোগান থেকে স্রেফ ধার করে এই স্লোগান তৈরি করেছে ট্রাম্পের বিজ্ঞাপনী সংস্থা।

হোয়াইট হাউসের লড়াইয়ে হিলারি ক্লিনটনকে মাত করতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের ওপর বিরাট ভরসা রেখেছেন ট্রাম্প। মঙ্গলবারই হিন্দু মন্দিরে দীপাবলী উদযাপনে পাঠিয়েছেন পুত্রবধূ লরাকে। আর এবার ভারতীয়দের মন জয়ে ২০১৪-য় ভারত ছেয়ে যাওয়া মোদীর উইনিং স্লোগানের ওপর নির্ভর করছেন তিনি।

ভারতীয় হিন্দুদের মধ্যে ট্রাম্পের জন্য সমর্থন জোগাড়ে নেমেছেন শিকাগোর ব্যবসায়ী ও ঘোষিত নরেন্দ্র মোদী ভক্ত শলভ কুমার। ট্রাম্পের প্রচারে বিরাট অঙ্কের অর্থ ঢেলেছেন তিনি। বৃহস্পতিবার প্রচারিত হয়েছে ট্রাম্পের এই ভিডিও বিজ্ঞাপন। এতে রয়েছে তাঁর নিউ জার্সির বক্তৃতার অংশবিশেষ, সঙ্গে দীপাবলীর প্রদীপ জ্বালানোর ছবি।


ভার্জিনিয়ার মন্দিরে দীপাবলীর উৎসবে আদতে যাওয়ার কথা ছিল ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার। কিন্তু যান তাঁর পুত্রবধূ লরা। খালি পায়ে মন্দিরের গর্ভগৃহে ঢোকেন, হিন্দু ধর্মের উচ্ছ্বসিত প্রশংসা করেন। আমেরিকার উন্নয়নে ভারতীয়-মার্কিনদের অবদানের কথা তুলে ধরে অভিযোগ করেন, অভিবাসী আইনের সুযোগ নিয়ে বেআইনিভাবে যারা আমেরিকায় ঢুকে জাঁকিয়ে বসেছে, মার্কিন সিস্টেম সাহায্য করছে তাদেরই। মেক্সিকো ও লাতিন আমেরিকা থেকে আমেরিকায় বসবাস করতে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অনেকদিন ধরেই আক্রমণ শানাচ্ছে ট্রাম্প শিবির। পাশাপাশি আইনসম্মতভাবে এ দেশে ঢুকে নাগরিকত্বের জন্য দীর্ঘদিন অপেক্ষা করা ভারতীয় সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করছে তারা।