ইসলামাবাদ: পাকিস্তান চাইলে বকেয়া সমস্যার সমাধানে ভূমিকা গ্রহণ করতে আগ্রহী আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এ কথা বলেছেন ট্রাম্প। শরিফ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে টেলিফোন করেছিলেন। পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে জারি করা বিবৃতিতে ট্রাম্পের সঙ্গে শরিফের কথপোকথন সম্পর্কে জানানো হয়েছে। ট্রাম্প শরিফকে বলেছেন, ‘আপনি চাইলে আমি বকেয়া সমস্যাগুলির সমাধানে ভূমিকা নিতে রাজি। এটা আমার কাছে সম্মানের বিষয় হবে এবং ব্যক্তিগতভাবে আমি তা করব। যে কোনও সময়, এমনকি আগামী ২০ জানুয়ারী দায়িত্বভার গ্রহণের আগেও আমাকে স্বচ্ছন্দে ফোন করতে পারেন’।
টেলিফোনে কথা বলার সময় ট্রাম্প শরিফের প্রশংসাও করেছেন এবং খুব শীঘ্রই তাঁর সঙ্গে বৈঠকের আগ্রহের কথাও জানিয়েছেন বলে রেডিও পাকিস্তান সূত্রে জানা গিয়েছে। শরিফ ট্রাম্পকে পাকিস্তান সফরে আসার আমন্ত্রণও জানিয়েছেন। উত্তরে ট্রাম্প বলেছেন, পাকিস্তান সফরে এসে সেদেশের মানুষের সঙ্গে দেখা করতে পারলে তাঁর ভালো লাগবে।
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ভোটে জিতলে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান। কিন্তু একইসঙ্গে বলেছিলেন, দুই দেশ চাইলে তবেই তিনি তা করবেন।