করোনা হয়নি ট্রাম্পের, দ্বিতীয় পরীক্ষার ফলও নেগেটিভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2020 11:23 AM (IST)
নতুন পদ্ধতিতে করোনাভাইরাসের পরীক্ষা করান ডোনাল্ড ট্রাম্প। এই পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটেই পরীক্ষার ফল জানা যায়।
নিউ ইয়র্ক: করোনাভাইরাসে আক্রান্ত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দ্বিতীয় করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। শুক্রবার নিজেই এই কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সকালে হোয়াইট হাউসেই করোনাভাইরাসের পরীক্ষা করান ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্চ মাসের মাঝামাঝি একবার করোনাভাইরাসের পরীক্ষা করেছিলেন তিনি। সেই পরীক্ষার ফলও নেগেটিভ এসেছিল। এবার তাঁর করোনা পরীক্ষার দ্বিতীয় ফলও নেগেটিভ এল। নতুন পদ্ধতিতে করোনাভাইরাসের পরীক্ষা করান ডোনাল্ড ট্রাম্প। এই পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটেই পরীক্ষার ফল জানা যায়। নিছক কৌতূহল বশতই তিনি করোনাভাইরাসের পরীক্ষা করান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।