ওয়াশিংটন: প্রেসিডেন্ট পথে রিপাবলিকান প্রার্থী হওয়া কার্যত চূড়ান্ত করলেন ডোনান্ড ট্রাম্প। হোয়াইট হাউসে যাওয়ার জন্য সম্ভবত তাঁকে লড়তে হবে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে, যদিও ডেমোক্র্যাটদের মধ্যে হিলারির জনপ্রিয়তা প্রশ্নাতীত নয়।
ট্রাম্প অবশ্য রিপাবলিকানদের দিক থেকে প্রয়োজনীয় সমর্থন জুটিয়ে ফেলেছেন বলে খবর। রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে হলে ১,২৩৭জন প্রতিনিধির সমর্থন দরকার। সেখানে ট্রাম্পের সঙ্গে আছে ১,২৩৯জনের সমর্থন। এরপর ৭ তারিখ ৫ রাজ্যের ৩০৩জন রিপাবলিকানের ভোটাভুটি রয়েছে। তখন স্বাভাবিকভাবেই আরও কয়েকজন প্রতিনিধির ভোট ঢুকবে তাঁর ঝুলিতে। ফলে তাঁর পক্ষে সমর্থন আরও জোরদার হবে।
রিপাবলিকানদের মধ্যে একটা অংশ অবশ্য ট্রাম্পকে এখনও চাইছেন না। তাঁদের মতে, নিউ ইয়র্কের এই কোটিপতি রাজনীতিতে ভুঁইফোঁড়, উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছেন। কিন্তু এটাও অস্বীকারের উপায় নেই, ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্যই তাঁর পক্ষে সমর্থন দিন দিন বাড়ছে। রিপাবলিকানরাই বলছেন, ট্রাম্প যে সমস্যাগুলির কথা বলছেন, সেগুলির ব্যাপারে সকলেই জানেন, অথচ আগে কাউকে খোলাখুলি বলতে শোনা যায়নি। ফলে বাড়ছে তাঁর জনপ্রিয়তা।
মেক্সিকো থেকে অনুপ্রবেশ বন্ধ করতে দু’দেশের মধ্যে দেওয়াল তুলে দেওয়া বা আমেরিকায় মুসলিমদের ঢোকা বন্ধ করার কথা সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। নেতারা ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হলেও রাজনীতির সঙ্গে সম্পর্ক না থাকা সাধারণ মানুষ তাঁকে মসিহা হিসেবে দেখছেন। তাঁর প্রতিটি সভায় উপচে পড়ছে ভিড়।
হোয়াইট হাউসের পথে আরও এক পা, রিপাবলিকান প্রার্থী হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2016 04:13 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -