মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
Web Desk, ABP Ananda | 20 Jan 2017 10:36 PM (IST)
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫-তম প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি-র ন্যাশনাল মলে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় আট লক্ষ মানুষ। প্রথা অনুযায়ী ট্রাম্পকে শপথগ্রহণ করান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। আব্রাহাম লিঙ্কন যে বাইবেলে হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই বাইবেলে হাত রেখেই শপথ নিলেন ট্রাম্প। তাঁর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মাইক পেন্স। বারাক ওবামার স্থলাভিষিক্ত হলেন ট্রাম্প। তাঁর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত কম বিতর্ক হয়নি। কিন্তু এদিন সব বিতর্ক পিছনে চলে গেল। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ বুশরাও শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। গতকালই নিউ ইয়র্ক থেকে স্ত্রী মেলানিয়া ও ছেলে-মেয়ে, পুত্রবধূ ও জামাইকে নিয়ে ওয়াশিংটনে পৌঁছন ট্রাম্প। এরপর সস্ত্রীক যোগ দেন লিঙ্কন মেমোরিয়ালের লাইভ কনসার্টে। এদিন ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল। ওবামার সঙ্গে শেষবার বৈঠকের পর দু জনে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হন। ভারতীয় সময় অনুয়ায়ী রাত সাড়ে দশটা এবং স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে শপথ নেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত নভতেজ সরনা। অনুষ্ঠানে ছিল ভারতীয় ছোঁয়া। জয় হো-র সুরে নেচে মঞ্চ মাতান একঝাঁক ভারতীয়। শপথগ্রহণের পর ট্রাম্প বলেছেন, এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের স্বার্থেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। কর্মক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। মানুষই সরকারকে নিয়ন্ত্রণ করবে। কথা নয়, এখন কাজের সময়। আমেরিকাকে নতুন করে গড়তে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি, সম্পদ ফিরিয়ে আনা হবে। আমেরিকার স্বপ্ন ফিরিয়ে আনা হবে। ট্রাম্পের হুঁশিয়ারি, আমেরিকা আর মাথানত করবে না। বিশ্ব থেকে কট্টরপন্থী সন্ত্রাসবাদ মুছে ফেলা হবে। তবে মার্কিন সরকার অন্য দেশের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্যুইটারে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করাই লক্ষ্য।