আগে টিম ট্রাম্প জানিয়েছিল, ওবামার আমলে রাজনৈতিকভাবে যতজনকে সরকারি পদ দেওয়া হয়, তাঁদের সকলকে নয়া প্রেসিডেন্টের আমলে সরে যেতে হবে। রাষ্ট্রদূতরাও বাদ পড়বেন না। সেই হিসেবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মারও আজই পদত্যাগ করার কথা।
কিন্তু নয়া প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, উপ প্রতিরক্ষা সচিব, রবার্ট ওয়ার্ক, ডিইএ প্রশাসক চাক রোসেনবার্গ , ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের ডিরেক্টর নিক রাসমুসেন ও রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টম শ্যানন। এছাড়াও আইএসআইএস দমনে আন্তর্জাতিক জোটে মার্কিন দূত, ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইনটেলিজেন্সকেও বহাল রাখা হয়েছে। থেকে যাচ্ছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিক।
অর্থাৎ, ওবামা জমানার বিশ্বস্ত অফিসারদের ওপরই আপাতত ভরসা রাখতে চাইছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।