ওয়াশিংটন: জঙ্গিদের স্বর্গরাজ্য পাকিস্তান। গোটা বিশ্বে সন্ত্রাস চালিয়ে সেখানে নিশ্চিন্ত নিরাপত্তা পাচ্ছে জঙ্গিরা। ইসলামাবাদকে এর মূল্য চোকাতে হবে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক প্রশাসনকে এই হুঁশিয়ারি দিলেন। পাশাপাশি আফগানিস্তানে শান্তি ফেরাতে ভারতের কাছ থেকে আরও সহায়তার আবেদন করেছেন তিনি।

দক্ষিণ এশিয়ার জন্য নতুন করে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে ব্যাপারে টেলিভিশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য, ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও বাড়ানো। তাঁর কথায়, আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে ভারতের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয় আমেরিকা। কিন্তু ওয়াশিংটন চায়, নিরাপত্তা ও আর্থিক ক্ষেত্রে তাদের অন্যতম প্রধান সহযোগী হিসেবে দিল্লি আফগানিস্তানে সাহায্যের পরিধি আরও বাড়াক, বিশেষত আর্থিক সহায়তা ও উন্নয়নের ক্ষেত্রে।

একইসঙ্গে পাকিস্তানের প্রবল সমালোচনা করে ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদের এভাবে জঙ্গিদের আশ্রয় দেওয়া আর সহ্য করবে না ওয়াশিংটন। আফগানিস্তানে আমেরিকাকে সাহায্য করলে বরং লাভবান হবে তারা। কিন্তু যেভাবে তারা অপরাধী ও জঙ্গিদের প্রশ্রয় দিয়ে চলেছে, তাতে তাদের সংকট বাড়বে বই কমবে না।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, যদি এখনই পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে তাদের জন্য আমেরিকার আর্থিক বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে। তাঁর কথায়, ওয়াশিংটন ইসলামাবাদকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছে, অথচ পাকিস্তান সেই জঙ্গিদেরই যত্নআত্তি করে ঘরে জায়গা দিয়েছে, যাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই পরিস্থিতি এখনই বদলাতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।