১৯৪৬ সালের ১৪ জুন নিউ ইয়র্ক শহরের কাছে জামাইকা কুইন্স অঞ্চলে ট্রাম্পের জন্ম হয়। তাঁর বাবা-মায়ের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁরা পথ দুর্ঘটনায় মারা যাননি। ট্রাম্পকে দত্তকও নেননি তাঁর বাবা-মা। কিন্তু পাকিস্তানের চ্যানেলটির দাবি সম্পূর্ণ উল্টো। ওই অনুষ্ঠানের উপস্থাপক আত্মবিশ্বাসী ভঙ্গিতে ট্রাম্পের পাকিস্তানে জন্মানোর খবর পরিবেশন করেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শুরু থেকেই বারবার পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন ট্রাম্প। তিনি জয়লাভ করার পর পাক-মার্কিন কূটনৈতিক সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় কয়েকজনের বিদ্রুপাত্মক মন্তব্যের পরিপ্রেক্ষিতে কীভাবে ওই চ্যানেলটি ট্রাম্পকে জন্মসূত্রে পাকিস্তানি বলে দাবি করল সেটা বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন, ভারতের দিকে বেশি ঝুঁকবেন? ট্রাম্পের জয়ে ‘উদ্বিগ্ন’ পাকিস্তান