ইসলামাবাদ: প্রতিবেশী ভারত যেভাবে কালো টাকা, দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা ঘোষণা করে ৫০০, ১০০০ টাকার নােট বাতিল করেছে, পাকিস্তানকেও সেই রাস্তায় হাঁটার প্রস্তাব দিলেন সে দেশের বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র এক আইনপ্রণেতা। সেনেটে এ ব্যাপারে প্রস্তাব পেশ করে হাজার ও ৫ হাজার টাকার নোট তুলে নেওয়ার দাবি তুলেছেন ওসমান সইফুল্লাহ খান নামে ওই আইনপ্রণেতা।
অর্থ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তিনি বলেছেন, বড় অঙ্কের নোট বাজারে থাকলে কালো টাকার লেনদেন ও দুর্নীতির সম্ভাবনা বেড়ে যায়। ভারতের উদাহরণ দেখিয়ে তিনি এও বলেন, দুনিয়াজুড়েই এখন বড় অঙ্কের নোটের ব্যবহার বন্ধ করে দেওয়ার ভাবনা জোরদার হচ্ছে।
বড় অঙ্কের নোট তুলে নেওয়ার বিষয়টি নিয়ে অর্থমন্ত্রক, কেন্দ্রীয় ব্যাঙ্কের সঙ্গে আলোচনার দাবি তুলেছেন তিনি।
কিন্তু ভারতের সঙ্গে তাদের সম্পর্ক যেখানে দাঁড়িয়ে, সেখানে পড়শী দেশের পথে কি হাঁটবেন নওয়াজ শরিফরা, প্রশ্ন সেটাই।
ভারতের মতো বড় অঙ্কের নোট বাতিল হোক পাকিস্তানেও, দাবি সেনেটরের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Nov 2016 06:12 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -