বেজিং: মলদ্বীপের রাজনৈতিক ডামাডোল নিয়ে যাতে ফের ভারতের সঙ্গে বিরোধ তৈরি না হয়, সেটা নিশ্চিত করার জন্য নয়াদিল্লির সঙ্গে আলোচনা চলছে বলে জানাল বেজিং। যদিও মলদ্বীপে পাঠানোর জন্য ভারতের বিশেষ বাহিনী তৈরি রাখার বিরোধিতায় অনড় চিন আজও সরকারিভাবে বলেছে, মলদ্বীপে বাইরের হস্তক্ষেপ হওয়া উচিত নয়। কিন্তু এরপরেও ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে চিন।


আজ মলদ্বীপ নিয়ে সাংবাদিকদের একঝাঁক প্রশ্নের জবাবে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘মলদ্বীপের বর্তমান পরিস্থিতি তাদের অভ্যন্তরীণ বিষয়। সবপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সুষ্ঠু সমাধান করা উচিত।’ মলদ্বীপের পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথাবার্তা এবং ভারতের সেনাবাহিনীকে মলদ্বীপে পাঠানোর জন্য তৈরি রাখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শুয়াং বলেছেন, ‘মলদ্বীপের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত আন্তর্জাতিক মহলের। অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ নীতি। মলদ্বীপের স্থায়িত্ব উন্নয়নের ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করা উচিত আন্তর্জাতিক মহলের। উল্টোটা করা উচিত নয়।’