বেজিং: ব্রিকস-ভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নিতে গতকাল চিনে পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আজ থেকেই দুদিনের এই বৈঠক শুরু হচ্ছে। ডোকলাম সংক্রান্ত চলতি অচলাবস্থার সমাধানের জন্য চিনের স্টেট কাউন্সিলর ইয়াং জেইচির সঙ্গে দোভালের আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ইন্দো-চিন সীমান্ত আলোচনায় দোভাল ও জেইচি দুই দেশের বিশেষ প্রতিনিধি। কাজেই তাঁদের দুজনের আলোচনায় সিকিম সেক্টরের ডোকলাম এলাকায় মাসাধিককালের অচলাবস্থার সমাধানসূত্র বেরোয় কিনা, সেদিকেই তাকিয়ে পর্যবেক্ষক মহল।
সরকারি কর্মসূচী অনুযায়ী, দোভাল সহ ব্রিকস দেশগুলির অন্যান্য পদস্থ নিরাপত্তা আধিকারিকরা চিনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গেও দেখা করবেন।
ভারত-চিন-ভুটান সীমান্তের সংযোগস্থল ডোকলামে এক মাসের ওপর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চিনের সেনা। ওই এলাকায় চিনের সেনাবাহিনী রাস্তা নির্মাণ করলে বাধা দেয় ভারতীয় সেনা।
চিনের দাবি, ওই এলাকা তাদের ভূখণ্ড। কিন্তু ভারত এর বিরোধিতা করেছে।
দোভালের এই সফরের আগেও অবশ্য নিজেদের অবস্থানে অনড় চিন। গতকালও চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাং বলেছেন, ডোকলাম এলাকা থেকে ভারত নিঃশর্তে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনও অর্থপূর্ণ আলোচনা হতে পারে না।
ক্যাং আরও বলেন, বিদেশমন্ত্রী ওয়াং ইয়ি এ বিষয়ে বেজিংয়ের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছেন।
এ রকম চড়া সুর জারি রাখলেও চিনের বিদেশমন্ত্রক ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের রীতি অনুসারে দোভাল ও জেইচি-র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকেরও ইঙ্গিত দিয়ে রেখেছে।
ব্রিকসের বৈঠকে যোগ দিতে বেজিংয়ে দোভাল, ডোকলাম নিয়ে আলোচনার সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2017 10:54 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -