লন্ডন: ব্রিটেনে সন্ত্রাসবাদী কার্যকলাপে অভিযুক্ত ১৭ বছরের একটি মেয়ে। স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, ব্রিটেনে সন্ত্রাসবাদী হামলা চালানোর উদ্দেশ্য ছিল মেয়েটির।
অভিযোগ, হামলার ছক কষতে সিরিয়ায় আইসিস-এর এক যোদ্ধার সঙ্গে যোগাযোগ করে সে, হামলা চালানোর জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহের আয়োজনও করে, কীভাবে অস্ত্রশস্ত্র ব্যবহার করবে, সেই নির্দেশ সংগ্রহের চেষ্টা করে, এমনকী গোটা পরিকল্পনা কার্যকর করতে আরেকজনের সঙ্গেও যোগাযোগ করে মেয়েটি। ২০০৬ এর সন্ত্রাসবাদ মোকাবিলা আইনের ৫ (১) (এ) ও (৩) ধারা বিরোধী কাজকর্ম করেছে মেয়েটি।
বয়সের কারণে আইন মেনেই তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
মেয়েটির বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসদমন শাখার অফিসাররা তদন্ত করেছেন বলে জানানো হয়েছে মেট্রপলিট্যান পুলিশের এক বিবৃতিতে।
মেয়েটি আজ ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিলে তাকে হেফাজতে পাঠানো হয়, ১১ আগস্ট লন্ডনের ওল্ড বেইলি কোর্টে তোলা হবে তাকে। সরকারি কৌঁসুলি কারেন জোনস মেয়েটি ও এক আইসিস যোদ্ধা ব্রিটেনে হামলার ছক কষেছিল বলে আদালতে জানান।
জোনস বলেন, আইসিস জঙ্গির মৃত্যুর পর মেয়েটি অন্যদের সঙ্গে যোগাযোগ করে। ব্রিটেনে হামলা চালানোর জন্য সে 'পাইনঅ্যাপলস', যা হাতগ্রেনেড বলেও অনেকে জানে ও আগ্নেয়াস্ত্র হাতে পেতে চলেছিল। শহিদ হওয়ার বাসনা ছিল তার।
গত এপ্রিলেও মেয়েটির বিরুদ্ধে সিরিয়ায় যাওয়ার জন্য তুরস্কের ফ্লাইট বুক করা, আইসিসের ভিতরে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার অভিযোগ ওঠে।
আইসিস জঙ্গির সঙ্গে মিলে ব্রিটেনে সন্ত্রাসবাদী হামলা চালানোর ছক, অভিযুক্ত ১৭ বছরের মেয়ে
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jul 2017 08:13 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -