অসলো: এ বছর শান্তির জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকউইগি ও ইয়েজিদি আন্দোলনকারী নাদিয়া মুরাদ। বিশ্বজুড়ে যুদ্ধের অস্ত্র হিসেবে যৌন হিংসার ব্যবহার রোখার ক্ষেত্রে তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্যই এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসেন। তিনি আরও বলেছেন, ‘যুদ্ধের সময় যদি মহিলা, তাঁদের মৌলিক অধিকার ও নিরাপত্তার স্বীকৃতি দেওয়া হয় এবং সেগুলি রক্ষা করা হয়, তাহলেই পৃথিবীকে আরও শান্তিপূর্ণ করে তোলা সম্ভব হবে।’
ছবি সৌজন্যে ট্যুইটার
৬৩ বছরের মুকউইগি দু’বছর ধরে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় যৌন হেনস্থা ও ধর্ষণের শিকার হওয়া মহিলাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করছেন। ১৯৯৯ সালে তিনি দক্ষিণ কিবুতে একটি হাসপাতাল তৈরি করেন। সেখানে ১০ হাজারেরও বেশি ধর্ষিতার চিকিৎসা করা হয়েছে।
ইরাকের ২৫ বছর বয়সি যুবতী নাদিয়াকে ২০১৪ সালে অপহরণ করে আইএস জঙ্গিরা। তাঁকে তিন মাস যৌনদাসী হিসেবে রাখা হয়। এরপর তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
এ বছর শান্তির জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন কঙ্গোর চিকিৎসক ও ইয়েজিদি আন্দোলনকারী
Web Desk, ABP Ananda
Updated at:
05 Oct 2018 06:04 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -